, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নদীর জলাধার ভরাট

কালীগঞ্জে শিল্প কারখানাকে ২ লক্ষাধিক টাকা অর্থদন্ড

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৫:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৬:৩৭:২৩ অপরাহ্ন
কালীগঞ্জে শিল্প কারখানাকে ২ লক্ষাধিক টাকা অর্থদন্ড
কালীগঞ্জ (গাজীপুর) থেকে: গাজীপুরের কালীগঞ্জে শর্তভঙ্গ করে শীতলক্ষ্যা নদী তীর দখল নিয়ে জলাধার ভরাট করে শিল্প কারখানার কার্যক্রম পরিচালনা করায় কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লি: নামের একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামের ওই শিল্প প্রতিষ্ঠানকে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

 ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, নিয়মিত কাজের অংশ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামের কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লি: নামের একটি শিল্প প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দন্ডবিধি ১৮৬০ এ ২ লক্ষ ২০০ টাকা অর্থদন্ড করা হয়।   

 ভ্রাম্যমান আদালতের বিচারক আরো বলেন, স্থানীয় নদী এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, মোক্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ