, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চপর্যায়ের ৫২৯ কর্মকর্তা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৪:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৪:৪০:৩৪ অপরাহ্ন
বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চপর্যায়ের ৫২৯ কর্মকর্তা ফাইল ছবি
নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিচ্ছে সরকার। পদ না থাকলেও পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুপার নিউমারি পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চপর্যায়ের ৫২৯ কর্মকর্তা। পদোন্নতি পেলেও তারা আগের পদেই দায়িত্ব পালন করবেন। তাদের ইনসিটু পদায়ন (আগের পদেই দায়িত্ব পালন) দেওয়া হবে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পুলিশের বিভিন্ন পদে সংযুক্তিতে পদোন্নতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির কাছে পুলিশ অধিদফতর থেকে ইন-সিটু (যে পদে আছেন সেই পদেই দায়িত্ব পালন করবেন) পদায়নের প্রস্তাব করা হয়। গত ২০ জুলাই (২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে ‘সুপার নিউমারারি পদ সৃজন সংক্রান্ত কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। পুলিশ অধিদফতর থেকে পাওয়া তালিকা অনুযায়ী সুপার নিউমারারি পদ সৃজনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সভায়।

অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ ১৫টি এবং একই পদে গ্রেড-২ এ ৩৪টি সুপার নিউমারারি পদ সৃজনের সিদ্ধান্ত হয়। ডিআইজি হিসেবে ১৪০টি, অতিরিক্ত ডিআইজি হিসেবে ১৫০টি এবং পুলিশ সুপার পদে ১৯০টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে প্রস্তাবে। সর্বমোট ৫২৯টি সুপার নিউমারারি পদ সৃষ্টির জন্য প্রস্তাব করা হলে সেই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি অনুমোদন দেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া কিংবা নির্বাচনের আগে পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের সন্তুষ্ট করাই সুপার নিউমারারি পদ সৃষ্টির উদ্দেশ্য। তবে এটাকে নির্বাচনি পদোন্নতি বলে মনে করেন অনেকেই। 

সূত্র জানায়, ২৮তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৫০ জন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। ২০১২ সালে বাহিনীতে যোগদানকারী ৩০তম বিসিএস ক্যাডার ব্যাচের প্রায় ১৮২ পুলিশ কর্মকর্তা এবং পরের বছর চাকরিতে যোগ দেওয়া ৩১তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৮২ জন অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। পুলিশে বর্তমানে ৩ হাজারের বেশি বিসিএস ক্যাডার কর্মকর্তা রয়েছেন।
সর্বশেষ সংবাদ