বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিয়ের দিনে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেদোয়ান সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ইসাহাক প্রামানিকের ছেলে। আজ সোমবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ জুলাই) রাতে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান রেদোয়ান। রাত সাড়ে ৩টার দিকে রেদোয়ানের চাচাতো ভাই আরিফ ঘরে ঢুকতেই সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামানোর ব্যবস্থা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রেদোয়ানের চাচাতো ভাই মেহেদী হাসান জানান, রেদোয়ানের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয় পরিবারের সম্মতিক্রমে আজ সোমবার তাদের বিয়ের দিন ধার্য হয়। এরপরও সে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল কারণটা তারা খুঁজে পাচ্ছেন না।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করতে পারে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।