, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মশা নিয়ন্ত্রণে এবার ১১৪ কোটি টাকা খরচ করবে ডিএনসিসি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৪:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৪:০০:১৭ অপরাহ্ন
মশা নিয়ন্ত্রণে এবার ১১৪ কোটি টাকা খরচ করবে ডিএনসিসি ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২০২৪ অর্থবছরে ৫ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে মশার সঙ্গে যুদ্ধে মোট ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে উত্তর সিটি।

সোমবার গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

এবার মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে ডিএনসিসির জন্য। গত অর্থবছরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় ছিল ৫২ কোটি ৬০ লাখ টাকা। 

এছাড়া মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যয় করবে ৩০ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ১৫ কোটি টাকা।   

সব মিলিয়ে মশার সঙ্গে যুদ্ধে এই অর্থবছরে ১১৪ কোটি টাকা খরচ করবে উত্তর সিটি কর্পোরেশন।
সর্বশেষ সংবাদ