, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে খাবার না দেওয়ায় পাথর দিয়ে মাথায় আঘাত, প্রাণ গেল স্ত্রীর

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ১২:২১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ১২:২১:৪৩ অপরাহ্ন
রাতে খাবার না দেওয়ায় পাথর দিয়ে মাথায় আঘাত, প্রাণ গেল স্ত্রীর
এবার স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রাতে খাবার পরিবেশন না করায় স্ত্রীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করেন ওই ব্যক্তি। ভারতের রাজস্থানে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সুমন বিনিওয়ার। তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি। 

এদিকে তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গত শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ১৫ বছর ধরে ঘর সংসার করছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন। 

স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তার দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। পরে তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।

এদিকে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি। তাই সে তাকে হত্যা করেছে।’
 
পুলিশ আরও জানায়, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী