দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে লেক্সার এর নতুন চারটি পেন ড্রাইভ মডেল। প্রথম মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ পি৩০ (P30)। সিকিউরড, এবং আল্ট্রাপোরটেবল এই পেনড্রাইভটি ইউএসবি ৩.২ জেন ১ প্রযুক্তির এবং প্রতি সেকেন্ডে রিডিং স্পিড আপটু ৪৫০ এমবিপিএস এবং রাইটিং স্পিড আপটু ২৪৫ এমবিপিএস। ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।
দ্বিতীয় মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ এম৪০০ (M400)। স্টাইলিশ মেটাল ডিজাইনের পেনড্রাইভটি ইউএসবি ৩.০ প্রযুক্তির। মেটাল ডিজাইনের পেছনে রয়েছে কি রিং এটাচমেন্ট। পেনড্রাইভটির রিডিং ও রাইটিং ডাটা ট্রান্সফার রেট উভয়ক্ষেত্রেই প্রতি সেকেন্ডে আপটু ১৫০ এমবিপিএস। ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।
তৃতীয় মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ ডি৪০০ (D400)। এটি একটি ২ ইন ১ পেনড্রাইভ যা স্মার্ট ফোন এবং পিসি উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। পেনড্রাইভটিতে টাইপ-সি এবং টাইপ-এ, দুই ধরনের কানেক্টর প্রোভাইড করা হয়েছে। পেনড্রাইভ টি ইউএসবি ৩.১ জেন ১ প্রযুক্তির। ডেটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে আপটু ১৩০ এমবিপিএস। পেন্ড্রাইভটির হাউজিং ডিউরেবল মেটাল এর এবং পেছনে কি রিং লুপ আছে। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।
সর্বশেষ মডেলটি লেক্সার জাম্পড্রাইভ ভি৪০০ (V400)। এটিও ইউএসবি ৩ প্রযুক্তির একটি পেনড্রাইভ যার রিডিং স্পিড ১০০ এমবিপিএস। এটিও মেটাল ডিজাইনের একটি পেনড্রাইভ যার পেছনে আছে কি রিং লুপ। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।
সেন্সিটিভ ডেটা সিকিউরড রাখার জন্য লেক্সার তাদের এই পেন্ড্রাইভগুলোতে ব্যবহার করেছে ২৫৬ বিট অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তাই আপনার পেনড্রাইভ থাকবে যেকোন আনঅথরাইজড এক্সেস থেকে সেফ এবং সিকিউরড।
লেক্সার এর যেকোনো পেনড্রাইভ কিনতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা যেকোনো অথরাইজড ডিলার হাউজে। বিস্তারিত: ০১৯৭৭৪৭৬৫৪০।