, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে মেসির ম্যাচ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ১০:০৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ১০:০৫:৫১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে মেসির ম্যাচ
এবার ক্রুজ আজুলের বিপক্ষে লিওনেল মেসির অভিষেক হয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেই ম্যাচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচের একটি হয়ে উঠেছে। লিগ কাপ প্রতিযোগিতার খেলাটি দেখেছেন ১২.৫ মিলিয়ন দর্শক।

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসির গোলে ২-১ ব্যবধানের জয় তুলেছে ক্লাবটি। এদিন ম্যাচের শুরুতে মেসিকে না দেখে কিছুটা হতাশই হয়েছিলেন উপস্থিত সমর্থকরা, ২০ হাজারেরও বেশি উপস্থিতি ছিল।

মাঠের দর্শকের বাইরে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ইতিহাসেও সবচেয়ে বেশি দেখা হয়েছে এই ম্যাচ। ১ কোটি ২৫ লাখ দর্শক উপভোগ করেছেন ৩৬ বর্ষী মেসির খেলা। যা কোনো একটি ম্যাচ সবচেয়ে বেশি দেখার আমেরিকান রেকর্ড গড়েছে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে নামেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

মাঠে নেমেই ছাপ রাখতে শুরু করেন এলএম টেন। দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেন সমর্থকদের। ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে মাঠ ছাড়ার। সেই মুহূর্তে চমক দেখান মেসি। ট্রেডমার্ক ফ্রি-কিক জাদুতে ৯৪ মিনিটে বাঁ-পায়ের ক্ল্যাসিক গোলে জয়ের নায়ক বনে যান আর্জেন্টিনার অধিনায়ক।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু