গত ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩। বিশ্বকাপ শুরুর তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামেনি। এদিকে বিশ্ব মঞ্চে দুই দলের এখন পর্যন্ত রয়েছে তিক্ত অভিজ্ঞতা। কেননা ১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী বিশ্বকাপের শিরোপার দেখা মেলেনি দুই দলের কেউ।
তাই নতুন রুপে নিজেদেরকে জানান দিতে নবম নারী ফুটবল বিশ্বকাপে আজ ২৪ জুলাই ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তে ও সেলেসাও নারীরা। নিউজিল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তে নারীরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৫টায় অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে মাঠে নামবে সেলেসাও নারীরা।
ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া মোবাইলে দেখতে গুগল প্লে স্টোরে থেকে টি-স্পোর্টস এপ্পটি ডাউনলোড করে দেখতে পারবেন খেলা দুইটি। এছাড়া ফ্রুটমোবে স্কোর দেখতে এই লিংকে ক্লিক করুন-(fotmob)। এবারের আসরে ব্রাজিল আছে ‘এফ’ গ্রুপে যেখানে বাকি তিনটি দল হলো ফ্রান্স, জ্যামাইকা এবং পানামা।
অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ ‘জি’ তে আছে সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ইতালির বিপক্ষে। অপরদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে পানামার বিপক্ষে। নারী ফিফা র্যাঙ্কিংয়ে ইতালি রয়েছে ১৬তম স্থানে, অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে ২৮তম স্থানে।
তাই আলবিসেলেস্তে নারীদের কঠিন পরিক্ষা দিতে হবে আগামীকাল নিজেদের নতুন রুপে মেলে ধরতে হলে। কেননা বিশ্বকাপের নয় আসরের মধ্যে আর্জেন্টিনা মোটে এবারেরটি নিয়ে চারটি আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। বাকি ৫ আসরে চারটিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা। তাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট গ্রুপ পর্ব পর্যন্ত।
এদিকে ব্রাজিল নারীরা ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ৮ম স্থানে যেখানে তাদের প্রতিপক্ষ পানামা রয়েছে ৫২তম স্থানে। তাই দূর্বল পানামার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ শরু করতে চাইবে সেলেসাও নারীরা। এদিকে ব্রাজিল বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে। তাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট ২০০৭ সালে রানার্সআপ ও ১৯৯৯ সালে বিশ্বআসরে তৃতীয় হওয়া।
এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ফ্রান্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার সানক্রপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২ আগস্ট) জ্যামাইকার বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন র্যাক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
অন্যদিকে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ফরসেথবার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২ আগস্ট) সুইডেনের বিপক্ষে নিউজিল্যান্ডের এফএমজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায়।