, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে লক্ষাধিক টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস 

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৩ ০৬:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৩ ০৬:৫৯:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জে লক্ষাধিক টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস 
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সিরাজগঞ্জের কামারখন্দে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আনুমানিক লক্ষাধিক টাকার প্রায় ২৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় কামারখন্দের হুরাসাগর নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন । পরে এ সমস্ত জাল আগুনে পুরে নষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, এখন দেশীয় প্রজাতির মাছের প্রজননের সময় চলছে । খাল-বিল নদি-নালায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকগন পালিয়ে যায় । যার ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ কোন প্রকার ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
সর্বশেষ সংবাদ