, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৩ ০৬:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৩ ০৬:৫৪:৪৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পাবনার পৈলানপুরের ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষারকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মারুফ হোসেন।

এর আগে গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়। তুষার পাবনা সদর উপজেলার পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব পক্ষ থেকে জানানো হয়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রায় দেন করেন আদালত। রায়ে তুষার ও মিজান নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানকে গ্রেফতার করলেও তুষার পলাতক ছিলেন। গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচরের নবী নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

তিনি আরো বলেন, হীরা হত্যাকাণ্ডের পর থেকে আসামি তুষার পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন