, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে শঙ্কা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ০৬:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ০৬:৪৬:১০ অপরাহ্ন
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে শঙ্কা
খেলা সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আয়োজক দেশের। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে এ নিয়ে কথা বলে পরিষ্কার হতে পারেনি বিসিবি। জানতে চাওয়ার পরও সম্প্রচারের বিষয়ে বিসিবিকে কোনো তথ্য দেয়নি আইরিশরা। যে কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আজ বৃহস্পতিবার মিরপুরে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। এ কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি চূড়ান্ত করতে পারে, জানিয়ে দিব।'
 
সম্প্রচার নিশ্চিত করার ব্যাপারটি আয়ারল্যান্ডের ওপর জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'ব্রডকাস্টের বিষয়টা পুরোপুরি আয়োজক বোর্ডের উপর নির্ভর করে। তারাই এটা চূড়ান্ত করে। কেউ যখন কোনো দেশে যায়, সেই আয়োজক বোর্ডের দায়িত্ব এটা। তারা তাদের বিষয় যখন নিশ্চিত করবে, তারা জানাবে। তখনই একমাত্র আমরা জানাব।'

বাংলাদেশের দর্শকদের খেলা দেখার ব্যাপারটি নিশ্চিত করতেই ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রচারের ব্যাপারে এখনও আশাবাদী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যেন খেলা দেখতে পারে। সেই জন্য আমাদের জানতে চাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা।'

কোনো টেলিভিশনে সম্প্রচার না হলে সাবস্ক্রাইব করে আইসিসি টিভিতে খেলা দেখতে হবে ক্রিকেটমোদীদের। যদিও আইসিসি টিভিতে খেলা দেখা যাবে কিনা, তা নিশ্চিত নয়। এ নিয়ে অবশ্য বিসিবির জিজ্ঞাসাও নেই। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এটা ভিন্ন প্ল্যাটফর্ম, আরেকটা অপশন। আমাদের জানতে চাওয়াটা মূলত টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে।'

দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে গেছে বাংলাদেশ দল। তিন দিনের অনুশীলন শেষ কাল (৫ মে) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কারা হবে প্রতিপক্ষ, এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ৯ মে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। আইসিসি সুপার লিগের এই সিরিজের সবগুলো ম্যাচ চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে। 
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ