, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমেরিকা-কানাডাসহ বিভিন্ন দূতাবাসে ইমেইল করেছি: হিরো আলম

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৩ ০৪:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৩ ০৪:৪০:০৯ অপরাহ্ন
আমেরিকা-কানাডাসহ বিভিন্ন দূতাবাসে ইমেইল করেছি: হিরো আলম
এবার ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে হামলা পরবর্তী ঘটনাবলী নিয়ে বিভিন্ন দূতাবাসে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা- ১৭ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রবিবার ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

হিরো আলম বলেন, আমার ওপর হামলার ঘটনায় জাতিসংঘ, ইইউ ও আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশ নিন্দা জানানোয় তাদের ইমেইল করে ধন্যবাদ জানিয়েছি। তারাতো দেখছে,যে ছেলেটাকে অন্যায়ভাবে মারা হয়েছে। এছাড়া আজকে যে আপিল করেছি সে বিষয়টিও তাদের জানানো হয়েছে।

সরকারের ফাঁদ এড়াতে ইমেইলের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমেরিকা দূতাবাসসহ অনেক জায়গায় ইমেইল পাঠিয়েছি। আমেরিকা দূতাবাসে ইমেইল করলে অনেকেই তা পেয়ে যায়। সরকার ফাঁদে ফেলার জন্য অনেক কিছু করছে। তাই আমি যা করছি ইমেইলের মাধ্যমে করছি। আমি সরকারের সঙ্গে বিরোধে যেতে চাই না, আমি কোনো দলের হয়ে কাজ করতে চাইনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হিরো আলম এ ইমেইলগুলোর মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্ব নেতাদের সাক্ষাৎ চেয়েছেন। হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সাক্ষাৎকারে আশরাফুল আলম বলেন, 'নির্বাচনে সহিংসতার কারণে অনেক মায়ের বুক খালি হচ্ছে । এ ধরনের ঘটনা যাতে না হয়, ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু হয় এমন পরিবেশ দেখতে চাই।'

অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে সাক্ষাৎকারে হিরো আলম বলেন, 'জনগণের সেবার জন্য আমি রাজনীতি করছি। আমি আগেই বলেছি মিডিয়া নিয়ে থাকতে চাই আবার রাজনীতি নিয়েও থাকতে চাই।' 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস