, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হিরো আলম বাচ্চা ছেলে, খুব কষ্ট পেয়েছি: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ০৮:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ০৮:২১:১১ অপরাহ্ন
হিরো আলম বাচ্চা ছেলে, খুব কষ্ট পেয়েছি: মির্জা ফখরুল
এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ভোটের দিনে মারধরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচিত এই ইউটিউবারকে মারধরের ঘটনায় কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আজ শনিবার ২২ জুলাই বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘হিরো আলম বাচ্চা ছেলে, খুব কষ্ট পেয়েছি আমি। ভেবেছিলাম অন্তত তাকে ভোটটা করতে দেবে। কিন্তু আওয়ামী লীগ তাকেও ভোট করতে দেয়নি। ওরা এ দেশকে বাপের তালুকদারি মনে করে।’

এর আগে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন শেষ বেলায় হিরো আলমের ওপর হামলা হয়। এই ঘটনায় মামলা হয়েছে। জড়িত থাকার অভিযোগে একাধিক আসামি গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
 
ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বিজয়ী হয়েছেন। হিরো আলমও পাঁচ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করা হবে। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হবে। এটা ব্যতিক্রম সমাবেশ, তরুণরা জেগে উঠেছে সমাবেশের মাধ্যমে। আমি অনুপ্রাণিত হয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ না করলে এবং ২০ লাখ টাকা না দিলে কারও চাকরি হচ্ছে না। অন্যদিকে, সাধারণ মানুষের পকেটের টাকা নিয়ে বিদেশে পাচার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। ঢাকা ছাড়া কোথাও বিদ্যুতের দেখা পাওয়া যায় না। কৃষক ভাইয়েরা সেচের জন্য বিদ্যুৎ পান না।’

মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গুর চিকিৎসার বেহাল অবস্থা, হাসপাতালে সিট নেই। মশা মারার ব্যবস্থা নেই। তারা জনগণের পকেট থেকে টাকা কাটতে ব্যস্ত।’
আরও যতদিন থাকতে পারে গরম

আরও যতদিন থাকতে পারে গরম