, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


টি-টেন লিগের জার্সিতে 'জুয়ার' বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিক-তাসকিন, ভাসছেন প্রশংসায়

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ০৪:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ০৪:০১:৩৪ অপরাহ্ন
টি-টেন লিগের জার্সিতে 'জুয়ার' বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিক-তাসকিন, ভাসছেন প্রশংসায়
এবার জিম্বাবুয়েতে প্রথমবারের মত শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। জিম আফ্রো টি-টেন লিগ নামের এই টুর্নামেন্টের প্রথম আসরে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার। জোবার্গ বাফেলোর হয়ে মুশফিকুর রহিম এবং পেসার তাসকিন আহমেদ খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে। দুই টাইগার ক্রিকেটারের দল এবারের আসরে গতকাল প্রথম মুখোমুখি হয়েছিল।

আর বুলাওয়ের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন। মুশফিকের জোবার্গের বিপক্ষে প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হাফিজকে মুঠোবন্দী করেন বাংলাদেশী স্পিডস্টার। এরপর একই ওভারে আরও দুই উইকেট নিয়েছেন তিনি।

সব মিলিয়ে দুই ওভারে ১১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। বল হাতে এর আগের ম্যাচেও সাত রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন তিনি। এদিকে তাসকিনের বোলিং তোপের পরও ১০ রানের ব্যবধানে আজ জয় পেয়েছে মুশফিকের দলই। আর তাতে গুরুত্বপূর্ন অবদান টাইগার উইকেটরক্ষক ব্যাটারের।

ব্যাট হাতে তিনি আজ শাসন করেছেন বুলাওয়ের বোলারদের, খেলেছেন ২৩ বলে ৪৬ রানের এক ইনিংস যাতে চার মেরেছেন ৮টি। তাঁর এমন পারফরম্যান্সেই দশ ওভারে ১০৫ রানের সংগ্রহ পায় জোবার্গ। তবে এই ম্যাচে সব কিছু ছাপিয়ে আলোচনায় মুশফিক-তাসকিনের জার্সিতে কালো আবরণ।

মূলত জার্সিতে কালো আবরণে বিজ্ঞাপন ঢেকেছেন এই দুই বাংলাদেশি তারকা। তবে এর পেছনে রয়েছে যথেষ্ট কারণ। পুরো বিশ্বজুড়ে আয়োজিত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বেটিং সাইটের অন্যরকম আধিপত্য রয়েছে। কেননা তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্পন্সর হয়ে থাকেন।

ফলে তাদের লোগো সকল ক্রিকেটারদের জার্সিতে থাকে। কিন্তু মুশফিক-তাসকিন সেই বিজ্ঞাপন ঢেকে খেলেছেন। তাতে ফ্রাঞ্চাইজির কোনো আপত্তি ছিল না। এই দুই বাংলাদেশি তারকা বেটিং সাইট প্রমোট করতে চাননি বলেই এমন জার্সি পড়ে খেলেছেন। এমন কাণ্ডে ভক্তরা তাদেরকে ব্যাপক প্রশংসায় ভাসিয়েছেন।