, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন মেসি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ১২:৩৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ১২:৩৫:২৭ অপরাহ্ন
একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন মেসি
এবার ইন্টার মিয়ামি জার্সিতে অভিষেক ম্যাচ রাঙিয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। শেষ মুহূর্তে ফ্রি-কিকে জাদু দেখান আর্জেন্টাইন কিংবদন্তি। শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে জয়ের নায়ক বনে যাওয়া মেসি এ ম্যাচেই ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। একমাত্র খেলোয়াড় হিসেবে পেনাল্টি ছাড়া ৭০০ গোলের রেকর্ড গড়লেন ৩৬ বর্ষী মহাতারকা। 

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসির গোলে ২-১ ব্যবধানের জয় তুলেছে ক্লাবটি। মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি ছাড়া গোল সংখ্যা ৬৮৪।

পর্তুগিজ মহাতারকা মেসির চেয়ে ১৬ গোলে পিছিয়ে আছেন। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে নামেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মাঠে নেমেই নিজের ছাপ রাখতে শুরু করেন এলএম টেন।

দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেন সমর্থকদের। ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে মাঠ ছাড়ার। সেই মহূর্তেই মেসি দেখালেন চমক। ট্রেডমার্ক ফ্রি-কিকে দেখালেন জাদু, ৯৪ মিনিটে বাঁ-পায়ের ক্ল্যাসিকে গোল করে জয়ের নায়ক বনে যান।
সর্বশেষ সংবাদ