, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টানা ছয় ম্যাচ জয়শূন্য মায়ামিকে জেতালেন মেসি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
টানা ছয় ম্যাচ জয়শূন্য মায়ামিকে জেতালেন মেসি
এবার ইন্টার মায়ামি অভিষেক রাঙিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দুর্দান্ত এক গোল করেছেন, মায়ামির ভরা গ্যালারি মাতিয়েছেন। সঙ্গে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন বহুল প্রতীক্ষিত জয়ের স্বাদ। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে শনিবারের ম্যাচে ৯৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছেন পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়া মেসি।

তার ওই গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। মায়ামি অভিষেকে বদলি নামবেন মেসি এই ধারণা আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফুটবল ভক্তদের জন্য অপেক্ষার ওই সময় আসে। সঙ্গে মাঠে নামেন সের্গিও বুসকেটস। 
 
এদিকে মায়ামি তখন ১-০ গোলের লিডে ছিল। মেসি নেমেই তার ড্রিবলিং শো দেখান। তাতে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের ম্যাচে ফেরা থামেনি। ৬৫ মিনিটে গোল করে ১-১ সমতায় ফেরে আজুল। মেসির ওপর চাপ বেড়ে যায়। শেষ দুই মাসে নয়টি ম্যাচ খেলেছে মায়ামি। জয় মাত্র দুটি। শেষ জয় দেড় মাস আগে। অর্থাৎ মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার পর জয়হীন দলটি। ছয় ম্যাচে জয়হীন মায়ামির ধারা আরও বাড়ার শঙ্কা। 

তবে শেষ পর্যন্ত গোল করে দলকে জিতিয়েছেন মেসি। ম্যাচের ৯৪ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে যায় মায়ামি। মেসি ওই শট নেওয়া মানেই গোলের সুযোগ। হয়েছেও তাই। বার্সা, আর্জেন্টিনা, পিএসজির জার্সিতে যেসব দুর্দান্ত ফ্রি কিক তিনি বছরের পর বছর দেখিয়েছেন, মায়ামি অভিষেকে তা নতুন করে দেখালেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান