, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৩ উইকেট নিয়ে ব্যাট হাতে সাকিবের ঝড়, হারল লিটনরা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ১০:৩০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ১০:৩০:৫৩ পূর্বাহ্ন
৩ উইকেট নিয়ে ব্যাট হাতে সাকিবের ঝড়, হারল লিটনরা
এবার দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন কানাডার গ্লোবাল টি-২০ লিগে। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে লিটনের সারে জাগুয়ার্সকে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স।

গতকাল শুক্রবার (২১ জুলাই) দিনগত রাতে ব্র্যাম্পটন মাঠে  টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি সারে জাগুয়ার্স। জবাবে নয় বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়েল টাইগার্স। পাঁচ উইকেটের জয়ে শুরুটা দুর্দান্ত হলো সাকিবের দলের।

১৩৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় মন্ট্রিয়েলের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও ক্রিস লিন। এই দুইজনের ২৫ রানের জুটিতে জাগুয়ার্সের বোলাদের কিছুটা চাপে ফেলে সাকিবের দল। তবে দলীয় ২৫ রানের মাথায় লিনের বিদায়ে প্রথম উইকেট হারায় মন্ট্রিয়েল। ১৫ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হন এই ডানহাতি ব্যাটার।

এরপর  সাকিবকে নিয়ে জুটি গড়েন ওয়াসিম। এই দুইজন ২৯ রানের জুটি গড়েন। তবে দলীয় ৫৪ রানের মাথায় সাকিবের বিদায়ে বড়সড় ধাক্কা খায় দলটি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন সাকিব। আউটের আগে করেন ২০০ স্ট্রাইকরেটে ১৩ বলে ২৬ রান।

এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারালেও, শেষদিকে মিডলঅর্ডারদের দৃঢতায় জয় পেতে খুব বেশি সমস্যা হয়নি মন্ট্রিয়েলের। নয় বল হাতে রেখেই স্কোরবোর্ডে ১৪১ রান তুলে ফেলে দলটি। এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জাগুয়ার্সের দুই ওপেনার লিটন দাস ও অ্যালেক্স হেলসের।

দলীয় নয় রানের মাথায় হেলসের বিদায়ে ধাক্কা খায় জাগুয়ার্স। যতিন্দার সিংহকে নিয়ে সেই চাপ সামাল দেন লিটন। তবে, দলীয় ৪৪ রানে তার বিদায়ে বড় স্কোরের আশা শেষ হয়ে যায় জাগুয়ার্সের। সাকিবের বলে সজোরে ব্যাট তুলে মারতে গিয়ে আব্বাস আফ্রিদির হাতে ধরা পড়েন লিটন।

আউটের আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে নয় রান। এরপর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি জাগুয়ার্স। বল হাতে চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন সাকিব।
সর্বশেষ সংবাদ