চলতি জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। টুর্নামেন্টে দুই ক্রিকেটারের প্রথম দ্বৈরথে বল হাতে বিধ্বংসী ভূমিকায় তাসকিন অবতীর্ণ হন। আর ব্যাট হাতে জবাবটা বেশ কড়া করেই দিয়েছেন মুশফিক।
এদিকে মুশফিকের জোবার্গ বাফেলোসের বিপক্ষে এক ওভারেই তিন উইকেট তুলে নিয়েছেন বুলাওয়ে ব্রেভসের ডানহাতি এই পেসার। বিনিময়ে রান দেন ১১। আর মুশফিক টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই খেলেন ২৩ বলে হার না মানা ৪৬ রানের এক ইনিংস।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে এসে তাসকিন দ্বিতীয় বলেই ফেরান মোহাম্মদ হাফিজকে। পরের দুই বলে উইকেট না পেলেও শেষ দুই বলে রবি বোপারা ও ডিলানো পটগিয়েটারকে সাজঘরের পথে দেখিয়ে মাঠছাড়া করেন ডানহাতি এই পেসার।
এদিকে ইনিংসের প্রথম ওভারে বল করে ৫ রান দেন তিনি। ২ ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন ডানহাতি এই পেসার। এদিকে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মুশি। শেষ পর্যন্ত মাত্র ২৩ বল খেলে ৪৬ রান করে তিনি অপরাজিত থাকেন।
এদিকে মুশফিকের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে জোবার্গ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের খরচায় মাত্র ৯৫ রানেই থেমে যায় বুলাওয়ের ইনিংসের চাকা।