, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতীয় ব্যাটারকে আউট দিয়েও পরে প্রত্যাহার করলো টিভি আম্পায়ার

  • আপলোড সময় : ২১-০৭-২০২৩ ০৪:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৩ ০৪:০৭:১৮ অপরাহ্ন
ভারতীয় ব্যাটারকে আউট দিয়েও পরে প্রত্যাহার করলো টিভি আম্পায়ার
চলতি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে ম্যাচ নিয়ে শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। স্টাম্পিং আউটের সিদ্ধান্ত দিয়ে লাল বাতি জ্বালিয়ে দেওয়ার পরও তা প্রত্যাহার করেছেন থার্ড আম্পায়ার। এ ঘটনা ভারতের ইনিংসের ১৪তম ওভারের। রাকিবুলের বল ডিফেন্স করতে গিয়ে উইকেট থেকে বেরিয়ে পড়েন তিনে নামা ভারতীয় ইমার্জিং ক্রিকেটার নিকিন জোশ।

বাংলাদেশ ইমার্জিং দলের উইকেটরক্ষক আকবর আলী একটু দেরি করে ফেলেন স্টাম্প ভাঙতে। তবে খুব বেশি দেরি না করে স্টাম্প ভেঙে দেন তিনি। আউটের আবেদন করেন। টিভি রিপ্লেতে বিষয়টি ফিফটি ফিফটি মনে হচ্ছিল। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

সেই হিসেবে আউটের চিহ্ন হিসেবে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দল উদযাপন শুরু করে। কিন্তু পরেই মাঠে থাকা আম্পায়ার হাত ইশারার থামার নির্দেশনা দেন। এরপর টিভি আম্পায়ার তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। জ্বালিয়ে দেন সবুজ বাতি। জীবন পেয়ে যান নিকিন জোশ। 

এর পরেই অবশ্য ওই নিকন জোশকে আউট করেছেন অধিনায়ক সাইফ হাসান। ১৯তম ওভারের প্রথম বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে নিকিন আউট হন। ফিরে যাওয়ার আগে করেন ২৯ বলে ১৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ইমার্জিং দল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রানে ব্যাট করছে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা