, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাল ভোরে মাঠে নামছে মায়ামি, অভিষেক হচ্ছে মেসির

  • আপলোড সময় : ২১-০৭-২০২৩ ০৩:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৩ ০৩:১৪:৫৭ অপরাহ্ন
কাল ভোরে মাঠে নামছে মায়ামি, অভিষেক হচ্ছে মেসির
বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৬টায় শুরু হবে ইন্টার মায়ামি ও ক্রুজ আজুলের ম্যাচটি। যে ম্যাচ দিয়ে লিওনেল মেসির মায়ামি অভিষেক হওয়ার কথা। এর মধ্যে মাঠে নামার সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন মেসি। ফিটনেস টেস্টেও উত্তীর্ণ হয়েছেন এই আর্জেন্টাইন।

মেসিকে পুরো সময় খেলানো হবে কিনা এ নিয়ে এখনও শঙ্কা। মায়ামি হয়তো তাঁকে ও সার্জিও বুসকেটসকে কিছু সময়ের জন্য মাঠে নামাবেন। মেসির শুরুর একাদশে থাকার সম্ভাবনাও খুব কম। এর আগে মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি করে মায়ামি। এর পর জমকালো আয়োজন করে তাঁকে বরণ করে নেয় ক্লাবটি।

এদিকে মেসি ও বুসকেটস যোগ দেওয়ার পর তাদের সাবেক আরও অনেক সতীর্থ মায়ামিতে আসার গুঞ্জন উঠেছে। যে তালিকায় আছেন সাবেক তিন বার্সা খেলোয়াড় লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও ইনিয়েস্তা। এই তিনজনও নাকি মায়ামির সঙ্গে চুক্তি সই করতে পারেন।

তেমনটা হলে সাবেক বার্সা খেলোয়াড়দের একটা পুনর্মিলনী হবে যুক্তরাষ্ট্রের এমএলএসে। ক্যারিয়ারের লম্বা সময় বার্সায় কাটানোর পর পিএসজিতে দুই মৌসুম ছিলেন মেসি। সেখানে মোটেও সুখে ছিলেন না তিনি। যে কারণে প্যারিসে আর থাকতে চাননি। তাদের সঙ্গে নতুন করে চুক্তিও করেননি।

মেসির ইচ্ছা ছিল বার্সায় ফেরার। তারাও আর্থিক দৈন্য দেখিয়ে মেসিকে চুক্তির প্রস্তাব দেয়নি। শেষ পর্যন্ত বেছে নেন মায়ামিকে। যদিও মায়ামি অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল মেসিকে আনতে। তাদের অন্যতম মালিক ডেভিড বেকহামও মহাখুশি মেসিকে আনতে পেরে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’