, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আফরান নিশোর কবে বিয়ে করল, কবে বাচ্চা হলো বন্ধু হয়েও জানি না: নিরব

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ০৭:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ০৭:৩৫:০৭ অপরাহ্ন
আফরান নিশোর কবে বিয়ে করল, কবে বাচ্চা হলো বন্ধু হয়েও জানি না: নিরব
এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফরান নিশো বলছেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’ অথচ নিরব বললেন উল্টো কথা। বললেন, আফরান নিশো আমার বন্ধু, অথচ সে কবে বিয়ে করেছে, কবে তার বাচ্চা হয়েছে সেটাই জানি না।

তিনি বলেন, আমার বিয়ে বাচ্চা গোপন করেছি কি না আপনারাই জানেন। হলফ করে বলতে পারি মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে। এদিকে নিশোর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক নিরব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিরব বলেন, আমি পালিয়ে বিয়ে করেছি, তারপরেও গোপন করিনি। আমি নিজেই গণমাধ্যমে ফোন করে জানিয়েছি। সেসব খবর ছাপা হয়েছে।

তিনি বলেন,  আমার বাচ্চা হলো, আমি গণমাধ্যমকে জানিয়েছি। গুগল করলেই খবর পাওয়া যাবে। অথচ নিশো আমার বন্ধু, সে ভারতের পত্রিকায় গিয়ে এমন মিথ্যে কথা কিভাবে বলল আমার বোধগম্য হচ্ছে না। 

এ সময় নিরব ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারাই বলুন, নিশো যে বিয়ে করছে সে খবর জানেন? তার বিয়ের খবর গণমাধ্যমে এসেছে? তার বাচ্চা আছে, এ খবর কি কেউ জানে? গণমাধ্যমে কখনো এসেছে? যে ইস্যু নিয়ে নিশো একের পর এক কথা বলে যাচ্ছে সেই ঘটনা সে নিজেই ঘটনা নিজেই ঘটিয়েছে। বরাবরই সে বৌ বাচ্চাকে আড়াল করেছেন, গোপন করেছেন।’

এর আগেও আফরানব নিশো বৌ বাচ্চা লুকিয়ে রাখা বিষয়ক বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন। এবার নিরবের নাম উচ্চারণ করে একটু বেকায়দাতেই পড়লেন। নিরব ক্ষোভ প্রকাশ করলেন। ওই সাক্ষাৎকারে কার্যত শাকিব প্রসঙ্গও এড়িয়ে যেতে চেয়েছেন নিশো। লোকে বলে বাংলাদেশের সুপারস্টার একজনই—শাকিব খান। আপনার কী মত?

এমন প্রশ্নের জবাবে আফরান নিশো শাকিব খানের নামই উচ্চারণ করেননি। তিনি সাবলীলভাবে উত্তর দিয়েছেন, ‘আমার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মুস্তাফা, বুলবুল আহমেদরা সুপারস্টার। তবে সেখানে নিশোর ভাষ্যে কলকাতার শিল্পীদের বিষয়ে বেশ বন্দনা ছিল। 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন