চলতি বছরের আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এবারের আসরের সূচি ও ভেন্যু নিয়ে নাটকীয়তার কমতি ছিল না। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সূচি অনুসারে, ভারত-পাকিস্তান একই দলে খেলবে। এমনকি পুরো টুর্নামেন্টে দুদলের তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ আছে। সেই জন্য দুদলকে সুপার ফোরে তো খেলতে হবেই পাশাপাশি ফাইনালেও উঠতে হবে। আর সেটাই চাচ্ছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। নিজের দলকে ফাইনালে তোলার পাশাপাশি পাকিস্তানকেও চাচ্ছেন সাবেক ভারতীয় তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ত্রিনিদাদ থেকে বোর্ডের টুইটারে দেওয়া একটি ভিডিওতে দ্রাবিড় বলেছেন, ‘এশিয়া কাপের সূচি দেখে যা বুঝলাম, তাতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিন বার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনা-চিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে।’
ভারতীয় কোচের কথায়, ‘প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে হবে। এখন সেই ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ভাল ক্রিকেট খেলে সেই দুটো ম্যাচে জিততে হবে। তার পর দেখার যে, প্রতিযোগিতায় আমরা কোথায় থাকি। যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই তিন বার খেলার সুযোগ আসে তা হলে খুব ভাল হয়। কিন্তু সেটা করতে গেলে আমাদের ফাইনালে উঠতে হবে। আশা করি পাকিস্তানও ফাইনাল খেলবে।’