, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বরেকর্ড গড়তে টানা সাতদিন কেঁদে দৃষ্টি হারালেন যুবক!

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ০৩:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ০৩:৫৪:৫১ অপরাহ্ন
বিশ্বরেকর্ড গড়তে টানা সাতদিন কেঁদে দৃষ্টি হারালেন যুবক!
মানুষজন বিশ্বরেকর্ড গড়তে কতরকম অদ্ভুত ঘটনাই না ঘটান। এ লক্ষ্যে টানা সাতদিন কেঁদে সাময়িকভাবে দৃষ্টি হারিয়েছিলেন এক যুবক। এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৬ বছর বয়সী যুবক টেম্বু এবেরে বিশ্বরেকর্ড গড়তে জোর করে টানা সাত দিন কান্না করেছিলেন।

পরে তাঁর মাথা ব্যথা শুরু হয় ও চোখ মুখ ফুলে যায়। এ ঘটনার পর ৪৫ মিনিট দৃষ্টিহীন ছিলেন এবেরে। বিবিসিকে ওই যুবক বলেন, বিশ্বরেকর্ড গড়তে দৃঢ় সংকল্প ছিল আমার। যদিও টানা সাতদিন কেঁদেও গিনেস বুক অব ওয়ার্ল্ডে (জিডব্লিউআর) নাম লেখাতে কোন আবেদন করেননি টেম্বু। সুতরাং এটি এখনও বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি।

শুধু টেম্বুই না পশ্চিম আফ্রিকার দেশটির অনেকেই বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করেন। সম্প্রতি নাইজেরিয়ার পাচক হিলদা বাচি বিশ্বরেকর্ড গড়ার জন্য টানা ১০০ ঘণ্টা রান্না করেন। এ ঘটনায় তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।

এদিকে নাইজেরিয়ার আরেক স্কুল শিক্ষক জন অবোট জানিয়েছেন, তিনি আগামী সেপ্টেম্বরে টানা ১৪০ ঘণ্টা চিরায়ত সাহিত্য উচ্চস্বরে পাঠ করে বিশ্বরেকর্ড গড়তে চান। এদিকে নাইজেরিয়ানদের বিশ্বরেকর্ড গড়ার জন্য ঝুঁকি নিয়ে অদ্ভুত কর্মকাণ্ড না করার পরামর্শ দিয়েছে জিডব্লিউআর।