কানাডায় আজ থেকে শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন বাংলাদেশের লিটন দাস। আসরে দলটির সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই উইকেটকিপার ব্যাটারকে। ইতোমধ্যেই কানাডার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন।
জাগুয়ার্সের হয়ে লিটন ছাড়াও মাঠ মাতাবেনিফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ হারিস, করিম জানাত, সন্দ্বীপ লামিচানেদের মতো তারকারা। দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছেন ইফতিখার আহমেদকে।
গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিটন জানিয়েছিলেন, যে কোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেললে সেটাতে এক্সপেরিয়েন্স বাড়ে। যে ফরম্যাটে সেটা ইন্টারন্যাশনালেও আছে, তাই এখানে যদি ম্যাচ খেলা যায় তাহলে ভবিষ্যতে সেটা ইন্টারন্যাশনালেও কাজে দিবে।
একনজরে সারে জাগুয়ার্স স্কোয়াড- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেনডর্ফ, লিটন দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, জতিন্দর সিং, বার্নার্ড শোল্টজ, পরগত সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল ও কৈরভ শর্মা।