, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ
এবার আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল প্রতিপক্ষের। এবার টাইগারদের প্রতিপক্ষও নির্ধারণ হলো। আগামীকাল শুক্রবার ২১ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলবেন সাইফ হাসানরা।

অপর সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বুধবার (১৯ জুলাই) ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইটি হয়েছে ভারতকেন্দ্রীক। 

ম্যাচটি ভারত জিতে নিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ৮০ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েছে ভারত।  অন্যদিকে ভারতের থেকে ২ পয়েন্ট কম নিয়ে ৪ পয়েন্টে পাকিস্তান হয়েছে দ্বিতীয়।

এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ। যে কারণে গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সৌম্য সরকারদের।আগামী ২১ জুলাই সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে ২৩ জুলাই।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস