অবশেষে গতকাল রাতে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে উপমহাদেশের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেল অনুযায়ী, স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগীতা।
এদিকে সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে মাত্র ৪টি ম্যাচ। ভারতের সব ম্যাচ এবং টুর্নামেন্টের ফাইনাল সহ বাকি ৯টি আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এবারের টুর্নামেন্টে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী ভারত এবং নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩১ আগস্ট লঙ্কানদের ঘরের মাঠ ক্যান্ডিতে শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের মিশন শুরু করবে সাকিব-লিটনরা। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। গাদ্দাফি স্ট্যাডিয়ামে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল।
তারিখ ম্যাচ ভেন্যু
৩১ আগস্ট, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্যান্ডি, শ্রীলঙ্কা
৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম আফগানিস্তান লাহোর, পাকিস্তান
এদিকে এবারের আসরে নিজেদের গ্রুপ পর্বের দুইটি ম্যাচ জিতলেও শীর্ষে থেকে পরের পর্বে যেতে পারবেনা বাংলাদেশ। গ্রুপের শীর্ষ স্থান বা রানার্স আপ, যে অবস্থানে থেকেই সুপার ফোরে উঠুক না কেন, টাইগারদের অবস্থান হবে বি২। একইভাবে পাকিস্তান বা ভারতের অবস্থানও নির্ধারিত করে দিয়েছে এসিসি। সুপার ফোরে উঠলে পাকিস্তান এ১ এবং ভারত এ২ অবস্থানে থাকবে।
এমন নিয়মানুযায়ী বাংলাদেশ সুপার ফোরে উঠলে টাইগারদের প্রথম ম্যাচটি হবে লাহোরে। ৬ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা দলের সঙ্গে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর সুপার ফোরে ৯ সেপ্টেম্বর টাইগারদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল, শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে এ ম্যাচে। আর শেষটিতে ১৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে ‘এ’ গ্রুপের রানার্স আপ অর্থাৎ ভারতের মুখোমুখি হবে টাইগাররা।