, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ১১:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ১১:০৫:০৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধে
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের কামারখন্দে নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে । এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত দোকানে অনলাইনে ফরম পূরণ করায় অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে শিক্ষার্থীদের।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রতিপত্র ১১০ টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি পত্র ৭০ টাকা, একাডেমিক ট্রান্সক্রীপ্ট ফি প্রতি শিক্ষার্থী ৫০ টাকা, সনদ ফি প্রতি শিক্ষার্থী ১০০ টাকা, রোভার স্কাউটস/গার্লস গাইড ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা। এতে সব মিলিয়ে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩০০ টাকার বেশি হওয়ার কথা নয়।
 
এইচএসসি ফরম পূরণ করা শিক্ষার্থীরা জানান, নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের অনেক শিক্ষার্থী যাদের পূর্বের কোন বকেয়া নেই তাদের কাছ থেকে ৩ হাজার টাকা এইচএসসির ফরম পূরণ বাবদ নেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে আরও ১০০ টাকা। অপরদিকে পার্শ্ববর্তী সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে মানবিক ও বাণিজ্য বিভাগে ফরম পূরণ বাবদ ২ হাজার ৪৬০ টাকা ও বিজ্ঞান বিভাগে ২ হাজার ৮৮০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও এদুটি কলেজে অনলাইনে নির্ধারিত দোকানে ফরম পূরণ করায় অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
 
নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কলেজ কর্তৃক তার কাছ থেকে আদায় করা হয়েছে ৪ হাজার ৬০০ টাকা। এর মধ্যে এইচএসসি ফরম পূরণ বাবদ ৩ হাজার, বেতন ১ হাজার ২০০, অকৃতকার্য হওয়ায় জরিমানা ১০০, পূর্বের বকেয়া ২০০ টাকা ও অনলাইনে ফরম পূরণ বাবদ ৮৫ টাকা।
 
একই কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, তার কলেজে কোন বকেয়া নেই। তার কাছ থেকে এইচএসসির ফরম পূরণ বাবদ ৩ হাজার ও অনলাইনে ফরম পূরণ বাবদ ৮৫ টাকা আদায় করা হয়েছে। তবে ফরম পূরণের ৩ হাজার টাকার রশিদ দেওয়া হলেও কলেজ কর্তৃক নির্ধারিত দোকানে ফরম পূরণ করা বাবদ আদায়কৃত টাকার কোন রশিদ দেওয়া হচ্ছে না।
 
নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ কর্তৃক নির্ধারিত দোকান আল বারাকা কম্পিউটারে খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইনে ফরম পূরণে প্রতি শিক্ষার্থী বাবদ ৮৫ টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রতি শিক্ষার্থী থেকে স্টুডেন্ট সেবা কর্তৃপক্ষ পাচ্ছে ৬০ টাকা, সোনালি সেবা ৫ টাকা এবং সংশ্লিষ্ট দোকান নিচ্ছে ২০ টাকা।
 
নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক সরকার জানান, কলেজে এইচএসসি পরীক্ষার ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বোর্ড ফি ২৪৬০ টাকা, অনলাইন ফি আছে। এখান থেকে সোনালী সেবাকে একটা কমিশন দিতে হয়। তারপর ফরম পূরণে এই সব কাগজপত্র প্রিন্ট করতে খরচ হয়। এছাড়াও ফরম পূরণের এসব কাজগপত্র বোর্ডে পাঠাতে হয়, সেখানেও একটা খরচ আছে। তাহলে ৩ হাজার টাকার মধ্যে কয় টাকা বাঁচে।
 
সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ভাস্কর কুমার ভট্টাচার্য্য জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি রশিদ প্রদানের মাধ্যমে আদায় করা হচ্ছে। বোর্ডে যাওয়া আসার জন্য ফরম পূরণের ফি’র সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা আদায় করা হচ্ছে।
 
অতিরিক্ত ফি নেওয়ার ব্যাপারে নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরি বলেন, অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে সব মিলিয়ে ২ হাজার টাকার কিছু বেশি লাগতে পারে। তবে কোন ভাবেই ৩ হাজার টাকা আদায় করার সুযোগ নেই। অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস