, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাঁজাসহ আটক সুপারমডেল

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ০৫:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ০৫:২৮:৩২ অপরাহ্ন
গাঁজাসহ আটক সুপারমডেল
আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ গাঁজাসহ আটক হয়েছেন। সম্প্রতি ফ্রান্স থেকে ফেরার সময় ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। 

কেম্যান দ্বীপপুঞ্জের কাস্টমস অ্যান্ড বর্ডার কন্ট্রোলের বরাত সিবিসি নিউজ জানিয়েছে, গত ১০ জুলাই মডেল জিজি, জেলেনা নুরা হাদিদ ও তার বন্ধু নিকোলকে গ্রেপ্তার করা হয়।

এ মডেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেম্যান দ্বীপপুঞ্জে একটি ব্যক্তিগত বিমানে পৌঁছেছিলেন। সেখানে থেকে তাদের লাগেজ তল্লাশি করা হলে অল্প পরিমাণ গাঁজা ও প্যারাফারনালিয়া পাওয়া যায়। মডেলের এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে বলেছেন, মেডিকেল লাইসেন্স অনুযায়ী নিউইয়র্কে বৈধভাবে গাঁজা নিয়ে ভ্রমণ করছিলেন মডেল জিজি। তাদের মাদক পাচার সন্দেহে আটক করা হলেও পরে মাথাপিছু এক হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে মুক্তি দেয়া হয়।

সম্প্রতি ব্যক্তিজীবনের নানা ঘটনার জন্য শিরোনামে উঠে আসেন জিজি। হলিউডে চর্চা, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করছেন তিনি। তাদের একাধিকবার একসঙ্গেও দেখা গেছে। তবে প্রেমের সম্পর্ক রয়েছে কিনা, সে ব্যাপারে কখনো কথা বলেননি জিজি বা লিও।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন