, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে ৬ জুয়াড়িকে ১৫ দিনের জেল

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ০৩:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ০৩:৫৪:৫৫ অপরাহ্ন
ঘোড়াঘাটে ৬ জুয়াড়িকে ১৫ দিনের জেল
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (১৯ জুলাই) ভোর ৪ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পালশা ইউপির ছমির উদ্দিনের বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, এসআই লিখন কুমার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালিন মোবাইল ডিউটি করা অবস্থায় ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের নির্দেশে কালিনজিরা গ্রামের ছমির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় খেলার তাস, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ সহ আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলমের নিকট হাজির করা হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সেলিম এর ছেলে মোহাম্মদ আলী (৩৭), ও একই উপজেলার বিনধারা গ্রামের আব্দুর রহমানের ছেলে আইনুল ইসলাম (৪০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউপির তোষাই জোরগাড়ী গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে মেহেরুল (৩০), ২ নং পালশা ইউপির কালিনজিরা অহিউড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৪০), একই ইউপির ধাওয়া মাঝিয়ান গ্রামের রইচ উদ্দিনের ছেলে নুরুল আমিন (৩০), ও হুমায়ন কবিরের ছেলে রেজওয়ান (৩১)। 
 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ