সেলিম রেজা, মেহেরপুর থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহরের আমঝুপি সড়ক থেকে পদযাত্রা শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। এর আগে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথ-সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনরায় প্রতিষ্ঠা এক দফার দাবিতে পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহণ করে। পদযাত্রায় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে বলা হয়—‘ভোট চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, দিনের ভোট দিনে দে, রাতে কোন ভোট নয়, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, দেশে কোন নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া’ সরকার পতনের লক্ষ্যে এমন নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথসভায় মাসুদ অরুণ বলেন, আমাদের আজকের এই এক দফা। এই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটাই আমাদের দাবি। আমরা মনে করি এই গণজোয়ার কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধারক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনে রাজী হয়ে যায়। আর যদি এটা না করেন তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবং আমাদের দলীয় নেতাকর্মীরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করে তারপর একটি জাতীয় সরকার কিংবা একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচনের প্রস্তুতি নিবে এই আশা ব্যক্ত করছি।