, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথমবার মায়ামির অনুশীলনে মেসি, সঙ্গীদের থেকে পেলেন বিশেষ সম্মান

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ১০:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ১০:১৯:৫০ পূর্বাহ্ন
প্রথমবার মায়ামির অনুশীলনে মেসি, সঙ্গীদের থেকে পেলেন বিশেষ সম্মান
এবার ইন্টার মায়ামির অনুশীলনে প্রথমবার ক্যামেরাবন্দী হলেন লিওনেল মেসি। তার সঙ্গী নতুন রিক্রট সার্জিও বুসকেটস। তাকে দেখতে ফ্লোরিডা ব্লু ট্রেইনিং সেন্টারে ভিড় জমিয়েছিলেন কয়েকশ সাংবাদিক। দু’একদিনের মধ্যেই জর্ডি আলবার সঙ্গে চুক্তি হতে পারে মায়ামির। আর ডেভিড বেকহ্যাম জানিয়েছেন ইন্টার মায়ামিতে মেসির পরিচয় পর্ব বিশ্বব্যাপী দেখেছে সাড়ে তিন বিলিয়ন মানুষ। 

প্রথমবার ইন্টার মায়ামির অনুশীলনে দেখা মিললো লিওনেল মেসির তবে সেটা ক্যামেরার সামনে। এর আগেও অনুশীলন করেছেন কিন্তু ছিলো না সাংবাদিকদের প্রবেশাধিকার। গতকাল মঙ্গলবার বিশ মিনিটের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ইন্টার মায়ামির অনুশীলন। সাদা-ধূসর রং-এর প্র্যাকটিস জার্সিতে হাজির আর্জেন্টাইন সুপারস্টার। সঙ্গী বন্ধু সার্জিও বুস্কেটস।

প্রথমবার সুযোগ পেয়ে ক্যামেরার লেন্সগুলো বিরামহীন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার ছবি কিংবা ভিডিও ধারণে। সব আকর্ষণ যেন একজনকে ঘিরেই। তাকে দেখতে ফ্লোরিডা ব্লু ট্রেইনিং সেন্টারে ভিড় করেন কয়েকশ সাংবাদিক। উপস্থিত ছিলেন ক্লাব মালিক ডেভিড বেকহ্যামও। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করার পর পঞ্চম দিনের মত অনুশীলন করেছেন মেসি।

২১ জুলাই মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে লিগস কাপ টুর্নামেন্ট দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হতে পারে সাত ব্যালর ডি’অরজয়ীর। তবে টানা ১১ ম্যাচ জয়হীন ইন্টার মায়ামি। আরো শক্তিশালী স্কোয়াড গড়তে এরই মধ্যে কথা পাকিপাকি সাবেক বার্সা ফুটবলার জর্ডি আলবার সঙ্গে। দু-একদিনের মধ্যেই চুক্তি হতে পারে স্প্যানিশ তারকার।
 
এদিকে ইন্টার মায়ামিতে মেসির পরিচয় পর্ব বিশ্বব্যাপী দেখেছেন সাড়ে ৩ বিলিয়ন মানুষ। তাই আগে থেকেই প্রস্তুত হচ্ছে ক্লাবটি। ইউ এস ওপেন কাপের সেমিফাইনালে দ্য হিরোন্স। যদি ফাইনালে উঠে মেসির দল। তাহলে ৭৫ হাজার আসনের হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল আয়োজনে স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ক্লাব মালিক ডেভিড বেকহ্যাম।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর