, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নগদের পেমেন্ট ক্যাম্পেইনে কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জিতলেন মাহবুব

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
নগদের পেমেন্ট ক্যাম্পেইনে কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জিতলেন মাহবুব
এবার মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদের পেমেন্ট ক্যাম্পেইনের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জিতেছেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার। গতকাল মঙ্গলবার ১৮ জুলাই এক অনুষ্ঠানের বিজয়ীর কাছে গাড়ি হস্তান্তর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।

এর আগে গত মার্চে নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি শুরু হয়, চলে ৩০ জুন পর্যন্ত। এ সময় নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট বেড়ে যায় বেশ। ক্যাম্পেইনের বিজয়ী নির্বাচন করতে গিয়ে ‘কে জিতবে বিএমডব্লিউ’ নামে একটি অনুষ্ঠান প্রচার করে নগদ। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়।

চূড়ান্ত পর্বে টিকে থাকা মাহবুব হায়দার ৪ লাখ ৭৩ হাজার ২৭ ভোট পেয়ে তালিকায় শীর্ষে অবস্থান করেন। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩ ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯ ভোট পেয়ে তৃতীয় হন।

ভোটের হিসেবে এর পরের অবস্থান যথাক্রমে ভোলার মো. নাসিম, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো. মাসুম মৃধার। এই ক্যাম্পেইনে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে।

এদিকে গাড়ি জেতার পর মাহবুব হায়দার বলেন, আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। আজকে বিএমডব্লিউ গাড়ি জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। কাল হয়তো আমার অনুভূতি বলতে পারবো। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’