এবার মাদারীপুর শহরের পৌরসভার সামনে চলন্ত রিকশা থেকে নামিয়ে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে ১৫ থেকে ২০ জন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বুধবার ১৯ জুলাই মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে আহত ব্যক্তিরা হলেন, মাদারীপুর সদর উপজেলার সৈদারবালী এলাকার হারুণ শিকদারের ছেলে রুবেল শিকদার ও তার স্ত্রী সুমি আক্তার। তিনি পেশায় রাজমিস্ত্রি।
জানা গেছে, রুবেল মঙ্গলবার বিকেলে স্ত্রীকে নিয়ে পুরান বাজার যাচ্ছিল। পথে পৌরসভার সামনে আসলে ১৫ থেকে ২০ জন কিশোর রুবেলকে রিকশা থেকে নামিয়ে মারধর করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী রুবেল শিকদার জানান, মঙ্গলবার বিকেলে আগে থেকে ওঁত পেতে থাকা স্থানীয় রবিন বেপারী ও আরমানসহ বেশ কয়েকজন মিলে আমাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে। এ সময় আমার স্ত্রীর ওপর হামলা চালায় তারা। পরে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে অভিযুক্তদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, এ ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।