আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জে পৌর এলাকার ছয়তলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় অবস্থা গুরুতর হওয়ায় আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিম পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোড এলাকার ফরহাত হোসেনের ছেলে।
বিষয়টি নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সয়াগোবিন্দ সিদ্দিক মোড় এলাকার নূর আলম সিদ্দিকের ছয়তলা ভবনে রঙের কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে তিনি পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন, সিরাজগঞ্জে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। এরপর ঢাকায় নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।