, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সন্ধ্যায় কানাডার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন লিটন, যাবেন সাকিবও

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০৫:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০৫:০৯:৩০ অপরাহ্ন
সন্ধ্যায় কানাডার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন লিটন, যাবেন সাকিবও
এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে আজ মঙ্গলবার ১৮ জুলাই দেশ ছাড়ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশ ছাড়বেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন এই ব্যাটার। সতীর্থ হিসেবে দলে আরও রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত ও মোহাম্মদ হারিসের মতো তারকা ক্রিকেটার।
 
এদিকে লিটনের সঙ্গে কানাডার লিগে জায়গা করে নেয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। টুর্নামেন্টে অংশ নিতে দুই এক দিনের ভেতর দেশ ছাড়ার কথা রয়েছে তার। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান এ সকল তথ্য দেন।

এদিকে ওয়াসিম বলেন, ‘লিটনের ফ্লাইট আজকে সন্ধ্যা সাড়ে ৭টায়। সাকিব কবে যাবে সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে এটা নিশ্চিত যে দুই একদিনের ভেতরই চলে যাবে।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর থেকে শুরু করে এশিয়া কাপের আগ পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৪৫ দিনের লম্বা ছুটি পেয়েছে ক্রিকেটাররা। আর সে কারণেই লঙ্কা প্রিমিয়ার লিগ ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ২৯ অক্টোবর থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ক্যাম্পের শুরু থেকে সাকিব ও লিটনের থাকাটা অনেকটাই অনিশ্চিত। সেই সঙ্গে ক্যাম্পে থাকাটা অনিশ্চিত সদ্য অবসর ভেঙে আসা তামিম ইকবালেরও।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস