, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বেনাপোলে ৩০ টি স্বর্ণের বার জব্দ

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন
বেনাপোলে ৩০ টি স্বর্ণের বার জব্দ
জয়নাল আবেদীন, বেনাপোল থেকে: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। যার ওজন সাড়ে তিন কেজি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান তাঁরা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছায় পাওয়া যায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। 

জব্দ করা সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদ