, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপির পদযাত্রায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ, উতপ্ত রাজধানী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০১:৪৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০১:৪৩:৫০ অপরাহ্ন
বিএনপির পদযাত্রায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ, উতপ্ত রাজধানী
আজ রাজধানীর মিরপুরে বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে বাঙলা কলেজ এলাকায় আসার পর ঘটে হামলার এ ঘটনা।

সেখানে দেখা যায়, পদযাত্রাটির একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে।

তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতা-কর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে পদযাত্রায় অংশ নেয়া বিএনপির নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা কলেজের ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে কলেজের ভেতর থেকে হামলা করেছে।

তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি। এটি মগবাজার মোড়ে পৌঁছালে এই পদযাত্রায় যোগ দেবেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিএনপি নেতাদের জন্য ট্রাকের ওপর বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ