, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব-লিটনদের মেন্টর হচ্ছেন গৌতম গম্ভীর!

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ১১:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ১১:২১:৩৮ পূর্বাহ্ন
সাকিব-লিটনদের মেন্টর হচ্ছেন গৌতম গম্ভীর!
জনপ্রিয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে আগেই শিরোপা জিতিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ব্যাটার গৌতম গাম্ভীর। এরপর দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে ফিরে ক্যারিয়ার শেষ করেছেন তিনি। সর্বশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মেন্টরের দায়িত্ব পালন করেছেন এই ক্রিকেটার।

এবার তার আবারও সাকিব-লিটনদের কলকাতায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। লক্ষ্ণৌ দলটির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে বরখাস্ত করেছে। পরপর দু’বার লক্ষ্ণৌকে প্লে অফে তুললেও চাকরি টিকল না তার। অ্যান্ডির জায়গায় এরই মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দিয়েছে ক্লাবটি।

গম্ভীর এখন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্ণৌর এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এখন পর্যন্ত গম্ভীর কোথাও যাচ্ছেন না। তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টের সঙ্গেই থাকছেন।’

তবে সাবেক ভারতীয় এই ব্যাটারের কেকেআরে ফেরার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হয়নি। কেকেআরে ফিরলে তিনি মেন্টর হিসেবে নাকি হেড কোচ হিসেবে আসবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে গম্ভীর ব্যক্তিগতভাবে কেকেআরকে পছন্দ করেন বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে কেকেআর গত মৌসুমে হেড কোচ হিসেবে চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়োগ দিয়েছে। তার অধীনে ভালো করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তারপরও ২০২৪ মৌসুমেও দায়িত্বে থাকতে পারেন তিনি। কেকেআর গম্ভীরকে দলের মেন্টর হিসেবে প্রথম মৌসুমে দায়িত্ব দিয়ে দলের পরিবেশ বোঝার পথ করে দিতে পারে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।