, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হামলা-লুটপাট ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামি ৬ বছরের শিশু!

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ১০:৫৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ১০:৫৭:০৩ পূর্বাহ্ন
হামলা-লুটপাট ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামি ৬ বছরের শিশু!
এবার ভোলায় হামলা, লুটপাট ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামি সাড়ে ৬ বছরের এক শিশু। আদালত থেকে জামিন পেলেও নিয়মিত হাজিরা দিতে হয় তাকে। কীভাবে ৬ বছরের শিশু মামলার আসামি হলো সে বিষয়ে কিছুই জানা নেই পুলিশের। তাই, তদন্ত করছে তারা।

এদিকে বাবার কোলে চড়ে আদালতে নিয়মিত হাজিরা দেয় সাড়ে ৬ বছরের শাকিল। হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানীর মামলায় আসামি সে। এমন উদ্ভট কাণ্ড ঘটেছে ভোলার দৌলতখান উপজেলায়। মোখলেছুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধ আব্দুল মন্নানের। 

সম্প্রতি মান্নান তার উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেন। যেখানে আসামি মোখলেসুর ও তার ছেলে শাকিল। এ প্রসঙ্গে শাকিলের বাবা মোখলেছুর রহমান বলেন, আমার সাথে জায়গাজমি নিয়ে মন্নানের দ্বন্দ্ব্য। এ দ্বন্দ্ব্যের কারণে আমার ৬ বছর বয়সী ছেলেকে প্রধান আসামি করে সে একটা ফৌজদারি মামলা দায়ের করে। আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবার নিম্নকোর্টে হাজির হই। বাচ্চাকে কোলে নিয়ে হাজিরা দিতে আসি।

এদিকে এ মামলার বাদীর দাবি, নাম বিভ্রাট হলেও হামলার ঘটনা সত্য। মামলার বাদি আব্দুল মন্নান এ প্রসঙ্গে বলেন, মোখলেছুর কোপ দিয়েছে। এ সময় তার ছেলে শাকিল রড বের করে। এই ঘটনাটি তদন্তের পর মামলা নেয় পুলিশ। কিন্তু, কীভাবে সাড়ে ছয় বছরের শিশু আসামি হলো- প্রশ্ন ছিল কর্মকর্তাদের কাছে।

এ প্রসঙ্গে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, যে আসামি আছে এ মামলার তার বয়স খুবই কম। পুরো ব্যাপারটা আমরা তদন্ত করছি। প্রসঙ্গত, আগামী ২ আগস্ট ভোলা আদালতে হাজিরার দিন ধার্য আছে শিশু শাকিলের।
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা