, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইলের ৪ ইউপিতেই নৌকার পরাজয়

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ১০:৩১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ১০:৩১:৩১ পূর্বাহ্ন
টাঙ্গাইলের ৪ ইউপিতেই নৌকার পরাজয়
এবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চারটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন। এ চার ইউপিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। এর মধ্যে জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের এক প্রার্থী। এ ছাড়া কালিহাতী উপজেলার দুটি ইউপির একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
 
গতকাল সোমবার (১৭) রাত ৯টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে নির্বাচনে নিজ নিজ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
 
এদিকে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জামাল হোসেন ৭ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেলোয়ার হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৭৭ ভোট।

বড়চওনা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আজহারুল ইসলাম ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম সরকার ৪ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। হাতীবান্ধা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে শাহজাহান খান রবিন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রনি আহমেদ পেয়েছেন ৩ হাজার ১৭৯ ভোট। হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের অটোরিকশা প্রতীকের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খান ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট।

এদিকে কালিহাতীর পারখী ইউনিয়নে ৬ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মো. আজিজুর রহমান তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার পেয়েছেন ৫ হাজার ৩৫২ ভোট। বীর বাসিন্দা ইউনিয়নে ৪ হাজার ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. ছোহরাব আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. সেলিম শিকদার পেয়েছেন ৩৭৯০ ভোট।
সর্বশেষ সংবাদ