, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভাঙ্গা কাঠের সেতুতে ঝুঁকিতে পার হয় স্কুল শিক্ষার্থীরা, ব্রীজের দাবি

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৩ ১০:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৩ ১০:২০:১১ অপরাহ্ন
ভাঙ্গা কাঠের সেতুতে ঝুঁকিতে পার হয় স্কুল শিক্ষার্থীরা, ব্রীজের দাবি
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সারাদেশের যোগাযোগ ব্যবস্থা দিন যত যাচ্ছে ততই উন্নত হচ্ছে এর সুবিধা ভোগ করছে সর্বস্তরের জনগণ । সেদিক থেকে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল, খোলাবাড়ি, পোড়াবাড়ি, মদনাবাড়ি, ভেন্নাবাড়ি, রুপেড়বেড় গ্রামগুলোর জনসাধারণ। দীর্ঘ আকারের প্রবাহমান একটি খাল যেটি সরাসরিভাবে যুক্ত হয়েছে সু-বিশাল যমুনা নদীর সাথে। শুষ্ক মৌসুমে খালের পানি কম থাকলেও বর্ষা মৌসুমে পানি বেড়ে যায় কয়েকগুন। আর এই খালের উপর চলাচলের জন্য নির্দিষ্ট কোন সেতু না থাকায় ২০১৮ সালে এলাকাবাসীর শ্রম ও নিজস্ব অর্থায়নে তৈরী করা হয়েছিলো একটি কাঠের সাকোঁ। সাঁকো দিয়ে প্রায় ৪ বছর ধরে চলাচল করে আসছিলো। বর্তমানে সেতুটির বেহাল অবস্থা হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ৬ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের।
 
 
স্থানীয়রা জানান, চলাচলের জন্য নির্দিষ্ট কোন রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে শিশুদের স্কুলে যাওয়া-আসা করতে হয় এই সাঁকো দিয়ে, এছাড়াও কৃষকদেরকে জমি থেকে ফসল নিয়ে আসতে বেগ পেতে হয়। প্রায়ই সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হচ্ছে অনেকে। ঝুঁকিপূর্ণ এই সেতু পার হতে গিয়ে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অচিরেই যেন খালের উপর দিয়ে একটি সাকো নির্মান করা হয় এমন দাবি স্থানীয়দের।
 
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বিডি২৪রিপোর্ট কে বলেন, সাঁকোটির বর্তমান অবস্থা ভালো না আমি শুনেছি। তবে এখানে একটি ব্রীজের ব্যাপারে এমপি মহোদয়কে জানিয়েছি । তিনি আশ্বস্ত করেছেন এই খালের উপর দিয়ে সেতু নির্মাণ করে দেওয়া হবে।
সর্বশেষ সংবাদ