শফিকুল ইসলাম সোহেল,ডামুড্যা থেকে: শরীয়তপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)শামসুন নাহার ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩২টি প্রতিযোগিতা ও ৩২টি ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর মধ্যে শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কারিগরি শাখা হিসেবে পুরস্কৃত হয়েছেন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু এ প্লাস সনদ অর্জন করলেই মানব সম্পদ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হলে পাঠক্রমিক কার্যক্রমের সাথে সহ-পাঠক্রমিক শিক্ষাও গ্রহণ করতে হবে।
বর্তমান সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে এখন থেকেই শিক্ষার্থী-শিক্ষক সবাইকে একযোগে নান্দনিকতার চর্চা চালিয়ে যেতে হবে। এছাড়া, মানবিক মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আর তাহলেই একজন শিক্ষার্থী সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যথাযথ অবদান রাখতে পারবে।