আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি থেকে: দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা।
সরেজমিনে, ১৬ জুলাই রোববার সকাল থেকে ১৭ জুলাই সোমবার পর্যন্ত দেখা যায় ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতির আন্দোলন শুরু করেন যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।
শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, আমাদের এক দফা এক দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। দাবি না মানা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে। আমরা দাবি আদায় করেই ক্লাসে ফিরবো।
অপরদিকে হঠাৎ এ আন্দোলনে চিন্তিত অভিভাবক মহল। তারা বলছেন এ আন্দোলনের কারণে আমাদের সন্তানদের পড়াশুনার অনেক ক্ষতি হয়ে যাবে। ছাত্র ছাত্রীদের কথা চিন্তা না করে ক্লাস বন্ধ রেখে এ কেমন আন্দোলন?
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার সাংবাদিকদের জানান, আন্দোলনের বিষয়ে তাকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার বললেন, বন্ধের ব্যাপারে তাকে অবগত করা হয়নি।
এ উপজেলায় ২৪ টি মাধ্যমিক ও ১টি নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।