, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৬৯ কেন্দ্রের ফল ঘোষণা, পিছিয়ে হিরো আলম

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৩ ০৬:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৩ ০৬:৫২:৩৭ অপরাহ্ন
৬৯ কেন্দ্রের ফল ঘোষণা, পিছিয়ে হিরো আলম
আজ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আরাফাত নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৯০৪ ভোট। তার নিকটতম প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ২,৮৩৪ ভোট। এই আসনে মোট কেন্দ্র ১২৪টি।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয় সোমবার ভোরে। সোয়া তিন লাখ ভোটারের এ আসনের ভোটগ্রহণ আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নজর রাখেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।

ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। ফলে সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি। ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিলো। 

চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে বিজয়ী কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি গুছিয়ে আনার পর রোববার সন্ধ্যায় সিইসি হাবিবুল আউয়াল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা