, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতাল ছাড়লেন হিরো আলম

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৩ ০৬:১৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৩ ০৬:১৭:৫৩ অপরাহ্ন
হাসপাতাল ছাড়লেন হিরো আলম
আজ বিকেলে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। আজ সোমবার ১৭ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা হন উপ-নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম।
 
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী। আটককালে তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।
 
আজ বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়।

এরপর ওই এলাকা থেকেই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এদিকে হামলার ঘটনার পর বিকেল পৌনে ৪টার দিকে হিরো আলমকে আহত অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন