, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নড়াইলে স্কুল মাঠে ফুটবল খেললেন মাশরাফি

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৩ ০৪:৪৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৩ ০৪:৪৭:০৬ অপরাহ্ন
নড়াইলে স্কুল মাঠে ফুটবল খেললেন মাশরাফি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তবে এই ব্যস্ততার মধ্যেও খেলার মাঠের প্রতি আকর্ষণ কমেনি তার।

গত শনিবার ১৫ জুলাই বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলায় অংশ নেন মাশরাফি। ক্রিকেটার হলেও ফুটবল দ্য ম্যাশের খুব প্রিয়। তাইতো স্থানীয় ফুটবল খেলায় নেমে পড়তে দ্বিধা করেননি তিনি।

রাজনীতির মাঠের ব্যস্ততা খেলার মাঠ থেকে মাশরাফিকে যে বিচ্যুত করতে পারেনি, এটিই যেন তার প্রমাণ। খেলার প্রতি এই দুর্নিবার অকর্ষণ থেকে তিনি কখনও বিচ্যুত হবেন না, এমনটিই বিশ্বাস করেন ভক্তরা। 

এ দিকে মাঠে নেমে মাশরাফিকে ফুটবল খেলতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। ফুটবল খেলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরাও তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

ভক্তরা বিশ্বাস করেন, খেলার মাঠ থেকে রাজনীতি সব জায়গাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাশরাফি। দিনব্যাপি জনসংযোগে ব্যস্ত সময় পার করেও পড়ন্ত বিকেলে নিজের মনের খোরাক মেটাতে ক্লান্ত দেহেই মেতে ওঠেন ফুটবল উন্মদনায়।

শুধু নিজেকে খেলার সঙ্গে সম্পৃক্ত রেখেই ক্ষান্ত হননি মাশরাফি। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজও করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস