এবার ওয়ানডে সিরিজে দাপুটে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেই খেই হারিয়েছে আফগানিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে সফরকারীরা। তুলনামূলক টি-টোয়েন্টিতে শক্তিশালী দল আফগানিস্তান। নিজেদের পছন্দের ফরম্যাটে এমন হার মেনে নিতে পারছেন না আফগান অধিনায়ক রশিদ খান।
গতকাল রবিবার ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের কারণ হিসেবে রশিদ বলেন, ‘কন্ডিশনের দোষ দিয়ে কোনো লাভ নেই। টি-টোয়েন্টি দক্ষতার খেলা, যেখানে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা যদি আরেকটু সময় নিয়ে ব্যাটিং করতে পারতাম, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। তবে ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। দলের জয়ে ভালো শুরুটা প্রয়োজন, যেটা আমরা ব্যাটি-বোলিংয়ে করতে পারিনি।’
রশিদ আরও যোগ করেন, ‘কীভাবে ভালো শুরু করবেন সেটা জানতে হলে আগে নিজের দায়িত্ব সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেটা আমাদের বড় সমস্যা। আমাদের মূল লক্ষ্যই থাকবে বিশ্বকাপের আগে ভুলগুলো শুধরে নেওয়া। আমরা বাংলাদেশের ব্যাটারদের শেষের দিকে কিছুটা চাপে ফেললেও স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না।’
এদিকে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। টানা দুই জয়ে ২-০ ব্যবধানেই সিরিজ নিজেদের করে নিল সাকিব আল হাসানের দল। জয়ের পথেই বাংলাদেশের ক্রিকেট যোগ হলো আরেকটি পালক। আফগানদের হারিয়ে ঘরের মাঠে প্রথমবার হ্যাটট্রিক সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।