, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাত পোহালেই লালমনিরহাটের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ১১:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ১১:১৬:২১ অপরাহ্ন
রাত পোহালেই লালমনিরহাটের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন
আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট থেকে:
রাত পোহালেই লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
বোরবার (১৬ জুলাই) আদিতমারী উপজেলা নির্বাচন অফিস ভোট গ্রহনে সকল প্রস্তুতি গ্রহন করেছেন। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
উপজেলা রিটানিং অফিসার জানান,২০২৩ সালের ১০মে ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য আলতাফ হোসেন মারা যাওয়ায় ওয়ার্ডটি শুন্য ঘোষণা করা হয়। শুন্য ঘোষণার পর (১৭ জুলাই) উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। 
 
উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন আঃ মতিন সরকার ও ওই ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য আলতাফ হোসেন এর স্ত্রী মোছা: আনোয়ারা বেগম।
 
এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২১৬০ জন। এর মধ্যে পুরুষ ১১২০ জন ও নারী ১০৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফারুক আহমেদ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।
 
আর এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু ও নিরোপক্ষ ভোট গ্রহনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ