ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি: একটি একাডেমিক আলোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম মতিনুর রহমান। বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, আইন বিভাগের অধ্যাপক কাজী আতিকুর রহমান ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব। এসময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
সেমিনারে বক্তারা বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র এবং নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, অতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা, আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা ও বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।