, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডেঙ্গুতে প্রাণ গেল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ০৫:৫৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ০৫:৫৭:৩৭ অপরাহ্ন
ডেঙ্গুতে প্রাণ গেল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের
আজ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। ছাত্রের নাম ইশাত আজহার। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র। আজ রবিবার ১৬ জুলাই ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে ইশাতকে গত চারদিন আগে জ্বর নিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় বলে জানান ওই ছাত্রের বাবা আসিফ আজহার।

এ বিষয়ে ইশাতের পরিবার জানিয়েছে, ঈদুল আজহার ছুটির পর গত ৯ জুলাই প্রথমদিন সে স্কুলে গিয়েছিল। এরপর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর সে আর স্কুলে যায়নি।

এদিকে মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস